আমদানিতে অগ্রিম অর্থ পরিশোধের নিয়ম সহজ করলো বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের লোগো/ফাইল ছবি

আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ দেওয়ার সীমা বাড়িয়ে দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে এ সংশোধন আনা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে আমদানিকারকেরা ‘রিপেমেন্ট গ্যারান্টি’ ছাড়াই সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অগ্রিম অর্থ পরিশোধ করতে পারবেন। আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার।

একই সঙ্গে রপ্তানিকারকদের ‘রিটেনশন কোটা হিসাব’ থেকে অগ্রিম অর্থ দেওয়ার সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন
কেনা হচ্ছে ৫০ হাজার টন অকটেন, ব্যয় ৪১৩ কোটি টাকা
কেনা হচ্ছে ৪৭২ কোটি টাকার সার, নির্মাণ হবে বাফার গুদাম
‘বাংলাদেশি খেলনা রপ্তানিতে বিপুল সম্ভাবনা, আগ্রহী ব্রিটেন’

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বিশেষ সুবিধা বয়ে আনবে। সীমা বাড়ায় অগ্রিম অর্থ দেওয়া দ্রুত ও কম খরচে সম্পন্ন করা যাবে। ফলে সময় ও বাড়তি ব্যয়- উভয়ই হ্রাস পাবে।

ব্যাংকারদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে নীতির এ নমনীয়তা সময়োপযোগী পদক্ষেপ। এটি শুধু বাণিজ্য ব্যয় কমাবে না, বরং দেশের সামগ্রিক বাণিজ্য দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

ইএআর/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।