১৫ দেশের দেড় শতাধিক স্টল থাকবে পর্যটন মেলায়
দেশের পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা-২০১৫। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৩ মে পর্যন্ত। মেলায় ১৫টি দেশের দেড় শতাধিক স্টল অংশ নিবে। এবারের মেলা থেকে ২০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)-এর চেয়ারম্যান এইচ এম হাকিম আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে পর্যটন সচিব খোরশেদ আলম ও ভারতের ত্রিপুরার পর্যটনমন্ত্রী রতন ভৌমিক উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের ৫৫টি এয়ারলাইনস, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটরসসহ পর্যটনবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫৩টি স্টল অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে ওই সকল প্রতিষ্ঠান হোটেল ও প্যাকেজ বুকিংয়ে ছাড়সহ অন্যান্য সুবিধা প্রদান করবে। মেলায় প্রতিদিন লাকি ড্র অনষ্ঠিত হবে। এছাড়া ভালো প্রতিবেদন প্রকাশের জন্য মেলা শেষে গণমাধ্যম কর্মীদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়।
এবারের মেলায় ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে হাকিম আলী বলেন, রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও গত বছরের মেলা থেকে ৭/৮ মিলিয়ন ডলার আয় হয়েছিল। এবারের ব্যবস্থাপনা ও রাজনৈতিক পরিস্থিতি অনেক ভালো। তাই আয় দ্বিগুণেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। ব্যবস্থাপনা ক্রমশ ভালো হলে ২০২০ সালের মধ্যেই এই আয় ১০০ মিলিয়ন ডলারে উন্নীত করা যাবে বলেও তিনি দাবি করেন।
মেলার অন্যতম সংগঠক বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রেজাউল একরাম রাজু বলেন, পর্যটন খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ এই খাতেই সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তাই এ খাতের জন্য যথাযথ নীতিমালা প্রণয়ন করতে হবে। বাজেটে পর্যন্ত বরাদ্দ দিতে হবে। বিদেশিদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করতে হবে। এক্ষেত্রে সরকার ঘোষিত পর্যটন বছর ২০১৬ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা রাখেন- প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর জেনারেল ম্যানেজার এলডরিজ জে ম্যাক ইয়্যুয়ান থ্রি, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর ড. আকবার উদ্দিন আহমেদ।
এইচএস/আরএস/আরআই