আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাখাতে আন্তরিক হওয়ার আহ্বান
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাখাতে সামাজিক দায়বদ্ধতামূলক কাজে আরো বেশি যুক্ত হবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড আয়োজিত গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক সরকারের সুদ ভর্তুকির আওতায় নামমাত্র সুদে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ক্রয়ে ঋণ প্রদানের একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমি আরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।
ঋণের সুদ কমিয়ে আনতে ব্যাংকগুলোকে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়ে গভর্নর বলেন, প্রতিটি ব্যাংক নিজেদের আয় ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে নিজেরাই ব্যাংক ঋণের সুদ কমিয়ে নিতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের দিকে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য অনুদান এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এমএইচ/এসকেডি/বিএ/আরআই