ছয় মাসে বিআইডব্লিউটিসির আয় ৭১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) গত ছয় মাসে ৪৮টি ফেরির ট্রিপের মাধ্যমে প্রায় ৭১ কোটি টাকা আয় করেছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এই টাকা আয় করেছে বিআইডব্লিউটিসি। এ সময়ে ১০টি ফেরি রুটে ৮ লাখ ৫৭ হাজার ৫২৬টি যানবাহন পারাপার করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এসব তথ্য জানানো হয়। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মেহাম্মদ মফিজুল হক উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নতুন নতুন ফেরি রুট চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিসির সমীক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিআইডব্লিউটিসি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম চার মাসে পাঁচ কোটি টাকা আয় করেছে। বিআইডব্লিউটিসির তহবিলে ৭১৭ কোটি টাকার মেয়াদি আমানত (ফিক্সড ডিপোজিট) রয়েছে।

এমইউএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।