নিটল মটরস ও প্রাণ-আরএফএল গ্রুপ নিয়ে এলো টাটা এয়ার কন্ডিশন্ড বাস

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৩ অক্টোবর ২০২০

নিটল মটরস এবং প্রাণ-আরএফএল গ্রুপ যৌথভাবে দেশের বাজারে নিয়ে এলো টাটা এয়ার কন্ডিশন্ড বাস ‘তুলসী’।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এর শুভ উদ্বোধন করা হয়।

নিটল মটরস লিমিটেডের মিডিয়া কমিউনিকেশন বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

jagonews24

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের কারিগরি তত্ত্বাবধানে বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির প্রগতিশীল ক্রেতাদের জন্য নতুন এই বাসের ডিজাইন করা হয়েছে, যা আরামদায়ক ও নিরাপদ যাত্রীসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, নিটল মটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিইও মোহাম্মদ তানবীর শহীদ ও পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।