ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পেল ‘অথবা ডটকম’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১২ নভেম্বর ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে ভোক্তাদের দোরগোড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দেয়ায় ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com)।

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) পক্ষ থেকে ‘অথবা ডটকম’কে এ পুরস্কার দেয়া হয়।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর পূর্বাচল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার এ পুরস্কার তুলে দেন।

অথবা ডটকম-এর হেড অব অপারেশন আদিল খান বলেন, ‘এ সাফল্যের কৃতিত্ব করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে হাসিমুখে কাজ করে যাওয়া ‘অথবা ডটকম’-এর পণ্য সরবরাহকারী যোদ্ধাদের।’

এ সম্মাননা অথবা ডটকমের কাজের গতিকে আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।