নিত্যপণ্য বিক্রিতে অনিয়ম : ৯৬ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০২১

পবিত্র রমজান ও করোনাভাইরাস ঠেকাতে সরকারঘোষিত লকডাউনে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সারাদেশের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৯৬ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৭ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) দেয়া ক্ষমতাবলে বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন।

এদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন রাজধানীর শান্তিনগর, নিউমার্কেট এবং মোহাম্মদপুর টাউন হল বাজারে মনিটরিং এবং টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

বাজার মনিটরিংকালে নিত্যপণ্যের সরবরাহ, মজুত এবং মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের প্রতি আহ্বান জানান ভোক্তার অধিদফতরের কর্মকর্তারা।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা সাভার উপজেলার হেমায়েতপুর বাজারসহ রাজধানীর কয়েকটি বাজারে মনিটরিং এবং টিসিবির ট্রাকসেল পরিদর্শন করেন। এছাড়াও প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, আফরোজা রহমান, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল উপস্থিত ছিলেন।

jagonews24

সাভার উপজেলার হেমায়েতপুরের মোল্লার হাট বাজার ও চেয়ারম্যান হাট, রাজধানীর খিলগাঁও তালতলা বাজার, খিলগাঁও কাঁচাবাজার, মালিবাগ বাজার, মালিবাগ রেলগেট বাজারে তদারকিকালে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করা হয়। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সচেতন করা হয়।

ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, ছোলা, চিনি, খেজুর, স্যানিটাইজার ও মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি-না তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল মাস্ক-স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশে ৯৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ইএআর/এএএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।