এবার পাম তেলে ৪ শতাংশ কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০২১

এবার পরিশোধিত পাম তেলের উপর ৪ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ১২ এপ্রিল ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আমদানি করা সয়াবিন ও অপরিশোধিত পাম তেলে আরোপিত ৪ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহার করেছিল রাজস্ব বোর্ড।

এছাড়া গত ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয় সরকার।

সরকারি নির্দেশনায় বলা হয়, খুচরা বাজারে খোলা সয়াবিন তেল ১১৫ টাকা লিটারে বিক্রি হবে। বোতলজাত সয়াবিনের লিটার বিক্রি হবে ১৩৫ টাকায়। এছাড়া পাম সুপার বিক্রি হবে ১০৪ টাকা লিটার দরে।

পরে আবার গত ১৫ মার্চ ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়িয়ে দাম নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। এক লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম নির্ধারণ হয় ১৩৯ টাকা।

এসএম/জেডএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।