যুব দিবসে ইয়ামাহা রাইডার্স ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ
করোনা মোকাবিলা ও ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব।
এছাড়া করোনা রোগীদের সাহায্যে ঢাকার তেজগাঁয়ে ইয়ামাহা ৩এস সেন্টারের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
‘আন্তর্জাতিক যুব দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব কার্যক্রম চালায় ক্লাবটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। দেশব্যাপী তাদের রয়েছে ৩ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য।
ইয়ামাহা রাইডার্স ক্লাবের এসব সদস্যরা মানুষের মাঝে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও টিকা নেয়ার প্রয়োজনীয়তা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালায়।
জেডএইচ/এএসএম