ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে ‘হাউসফুল অফার’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে ‘হাউসফুল অফার’

আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের শোরুম ভিশন এম্পোরিয়ামে শুরু হয়েছে ‘হাউসফুল অফার’। এ অফারের আওতায় ভিশন এম্পোরিয়াম থেকে পণ্য কিনলে থাকছে টিভি, ফ্রিজসহ ঘর সাজানোর প্রয়োজনীয় সব পণ্য জেতার সুযোগ।

বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অফারটির ঘোষণা দেন ভিশন এম্পোরিয়ামের জেনারেল ম্যানেজার এস এম সালাহউদ্দিন।

তিনি বলেন, ভিশন এম্পোরিয়ামে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্যের সমাহার থাকায় এরই মধ্যে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা বিয়ের মৌসুমকে কেন্দ্র করে ভিশন এম্পোরিয়াম থেকে ইলেকট্রনিকস পণ্য কেনার আগ্রহ বাড়িয়ে দিতে এই অফার চালু করেছি।

jagonews24

তিনি আরও বলেন, ভিশন এম্পোরিয়ামে হাউসফুল অফারটি ৩১ মার্চ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে সারাদেশে ভিশন এম্পোরিয়ামের ২৭৫টি শোরুম থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার পণ্য কিনলে ক্রেতার মোবাইল ফোনে ক্যাম্পেইনের একটি বার্তা চলে যাবে। পরবর্তীতে সপ্তাহের শেষে লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। প্রতি সপ্তাহের বিজয়ী পাবেন ৩২ ইঞ্চি এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, ব্লেন্ডার ও ইলেকট্রিক কেটলি।

আরএফএল ইলেকট্রনিকসের (রেফ্রিজারেটর ও এসি) চিফ অপারেটিং অফিসার নূর আলম, ভিশন এম্পোরিয়ামের হেড অব মার্কেটিং মেহেদী হাসান, অপারেশন ম্যানেজার তরিকুল ইসলাম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ বসুসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।