যাত্রা শুরু করলো অনলাইন ফুড ডেলিভারি সেবা ‘ফুডআনো’

যাত্রা শুরু করলো অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডআনো’। স্বল্প সময়ের মধ্যে ভোক্তাদের কাছে খাবার ও গ্রোসারি পণ্য পৌঁছে দিতে ‘ফুডআনো’ সেবা চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল।
রোববার (১৯ জুন) সকালে রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুডআনো’র কার্যক্রম উদ্বোধন করেন গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল ও পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল।
ফুডআনো’র যাত্রা সম্পর্কে কামরুজ্জামান কামাল বলেন, ক্রমেই মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় অনেকে তৈরি করা খাবার ঘরে বসেই পেতে চান। উন্নত দেশগুলোতে মানুষ এখন রান্নার ঝামেলা ছাড়াই ঘরে বসেই অনলাইনে অর্ডার দিয়ে সংগ্রহ করছেন। দেশেও এখন এই হার বাড়ছে। তাই ভোক্তাদের চাহিদার কথা মাথাই রেখে স্বল্প সময়ের মধ্যে তারা যেন বিভিন্ন শপ থেকে খাবার ও গ্রোসারি পণ্য পেতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ।
ফুডআনো’র হেড অব বিজনেস নূর মুহাম্মদ রাসেল বলেন, ফুডআনো’র সেবা পেতে ক্রেতাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ফুডআনো অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করে চাহিদা অনুযায়ী পছন্দের শপ থেকে খাদ্য ও গ্রোসারি পণ্যের অর্ডার করতে পারবেন। ফুডআনো’র প্রতিনিধিরা মাত্র আধা ঘণ্টার মধ্যেই ক্রেতার হাতে পণ্য পৌঁছে দেবে।
তিনি বলেন, শুরুতে আমাদের খাবার ও গ্রোসারি দিয়ে যাত্রা শুরু হচ্ছে। এরপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী অন্যান্য সেবা যুক্ত হবে।
এমআরএম/জেআইএম