ভেগা হেলমেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যাচেলর পয়েন্টের পলাশ
মোটরসাইকেল আমদানি প্রতিষ্ঠান ‘এশিয়ান মোটরস’ প্রথম বারের মতো অফিসিয়ালি দেশের বাজারে নিয়ে আসলো ভারতের তৈরি ভেগা ব্র্যান্ডের হেলমেট। প্রতিষ্ঠানটির সঙ্গে এ হেলমেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানায় প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ। তিনি বলেন, ‘এশিয়ান মোটরস’র সঙ্গে আমার কথা হয়েছে। আপাতত তাদের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। একজন অভিনেতা হিসেবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। পাশাপাশি একজন নির্মাতা হিসেবে তাদের বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করে দেওয়ারও কথা হয়েছে।
‘এশিয়ান মোটরস’র ব্যবসা প্রধান সাফাত ইশতিয়াক বলেন, ভেগা ইন্ডিয়ান ব্র্যান্ড। বাংলাদেশে আজ আমরা অফিসিয়ালি শুরু করছি। আমাদের দেশে অনেক মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এতে মোটরসাইকেলকে কারণ হিসেবে দেখানো হলেও মূলত মোটরসাইকেল কোনো কারণ নয়। এর কারণ হলো আমাদের ট্রাফিক ব্যবস্থা। যারা মারা যাচ্ছেন তাদের একজনও হেলমেট পরেন না। আবার আমাদের দেশে অনেক কম দামে হেলমেট বিক্রি হয়। ৩০০-৪০০ টাকায় হেলমেট পাওয়া যায়। সেগুলো আসলে কোনো সেফটি নিশ্চিত করে না।
তিনি বলেন, একটা মোটরসাইকেলে বসলে স্বামী-স্ত্রী দুজনের মাথায় হেলমেট থাকে, কিন্তু বাচ্চাদের মাথায় হেলমেট রাখা হয় না। আমরা বাচ্চাদের জন্যও হেলমেট নিয়ে এসেছি।
হেলমেটের দাম প্রসঙ্গে তিনি বলেন, দেড় হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আমরা হেলমেট নিয়ে এসেছি।
সংবাদ সম্মেলনে এশিয়ান মোটরসের মার্কেটিং এসিস্ট্যান্ট ম্যানেজার নাফিসা রহমানসহ প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন।
এমআইএস/এমআইএইচএস/এমএস