সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি স্থগিত

চট্টগ্রামসহ সারাদেশের নৌ, বিমান ও স্থলবন্দরে কর্মবিরতি স্থগিত করছে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট প্রতিষ্ঠানগুলো। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ কর্মসূচি স্থগিত করা হয়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজি ইমাম হোসেন বিলু।
তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে বৈঠক করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আগ্রহ প্রকাশ করেছেন। এনবিআরের পক্ষ থেকে এ বিষয়ে আমাদের চিঠিও দেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আরও পড়ুন: বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মবিরতি স্থগিত
তিনি আরও বলেন, আমরা এনবিআর চেয়ারম্যানের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দুদিনের কর্মসূচি স্থগিত করেছি। তবে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। এসময় কাস্টমস হাউজে কোনো ধরনের কার্যক্রম চলেনি।
কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ বিভিন্ন ধারা বাতিল ও সংশোধনের দাবিতে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ডাকে সোমবার সকালে কর্মবিরতি শুরু করে চট্টগ্রাম কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: ৮ দফা দাবিতে কর্মবিরতিতে সিঅ্যান্ডএফ এজেন্টরা
পাশাপাশি মোংলা বন্দর, বেনাপোল স্থলবন্দর, কমলাপুর আইসিডি, টেকনাফ স্থলবন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ২৭টি শুল্ক স্টেশনে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।
ইকবাল হোসেন/বিএ/এমএস