রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য দরখাস্ত আহ্বান

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০২৩ এর জন্য দরখাস্ত আহ্বান করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতা উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রবর্তন করেছে। জাতীয় শিল্পনীতি ২০২২ অনুযায়ী বৃহৎ, মাঝারি, কুটির ও হাইটেক শিল্পের সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তা/শিল্পপ্রতিষ্ঠানকে ২০২৩ সালের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন: ‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ পুরস্কার পেলো প্রাণ-আরএফএল গ্রুপ
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক/পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে মনোনীত পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার/স্বত্বাধিকারীর কাছ থেকে নির্ধারিত আবেদন আহ্বান করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, জাতীয় শিল্পনীতি ২০২২, রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতি ২০২০ এবং আবেদন ফরম (বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ফরম Enquiry Form-1 ও Enquiry Form-2) শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং অফিস চলাকালীন প্রতি কর্মদিবসে শিল্প মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা (কক্ষ ৪৩৭, ৪র্থ তলা) থেকে সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন: অবকাঠামো খাতে ব্যাপক ভূমিকা রাখতে পারবো: আহসান খান চৌধুরী
পূরণ করা আবেদন ফরম আগামী ১৬ এপ্রিল পর্যন্ত প্রশাসন অধিশাখায় গ্রহণ করা হবে। আবেদনকারীদের জাতীয় শিল্পনীতি ২০২২ এবং রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতি ২০২০ অনুসরণ করে আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
বিএ/এমএস