ঘরে বসেই বাজার-সদাই, ‘ফুডআনো’তে প্রথম অর্ডারেই ৫০ শতাংশ ছাড়

খাদ্যপ্রেমী ও ঘরে বসে বাজার সদাই করতে যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর। দেশের শীর্ষস্থানীয় প্রাণ-আরএফএল গ্রুপের অনলাইন ফুড ডেলিভারি সেবা ‘ফুডআনো’ অ্যাপের মাধ্যমে প্রথম অর্ডারেই আপনি পাচ্ছেন ৫০ শতাংশ ছাড়। ফুডআনো-ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপে পাচ্ছেন এ সুযোগ।
শুধু তাই নয়, পরবর্তী ছয়টি ডেলিভারিতে কুপন কোড অ্যাপ্লাই করে পাবেন আকর্ষণীয় ছাড়। প্রথম অর্ডারে ছাড় পেতে অ্যাপ্লাই করুন (FOODANO50) এবং পরবর্তী ছয়টি অর্ডারে আকর্ষণীয় ছাড় পেতে (FOODANO7) অ্যাপ্লাই করুন। এ সুযোগ সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে এখনই ডাউনলোড করুন ফুডআনো অ্যাপ।
ফুডআনো অ্যাপটি প্লেস্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এমএএইচ/জেআইএম