১ ঘণ্টায় ২০০ কোটি টাকা ছাড়ালো লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ এপ্রিল) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। মূল্য সূচক বাড়ার পাশাপাশি বেশ ভালো গতি দেখা যাচ্ছে লেনদেনে।
প্রথম এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে ৮ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার বেশি। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
অন্যদিকে, শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সবকটি মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে ভালো গতি রয়েছে।
এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের পতন হয়। অবশ্য সূচকের পতন হলেও বাড়ে লেনদেন।
এ পরিস্থিতিতে মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা যায় এই ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথম এক ঘণ্টাজুড়ে অব্যাহত রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৮টির। আর ১৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৯ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে দশমিক ১১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩১ কোটি ৬৫ লাখ টাকা।
এ ছাড়া শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ৯৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
এমএএস/এসএনআর/জিকেএস