ধানমন্ডিতে ‘জয়িতা আনসার ভিডিপি বিপণনকেন্দ্র’ উদ্বোধন
রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় ‘জয়িতা আনসার ভিডিপি বিপণনকেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আনসার ভিডিপি লেডিস ক্লাবের সভানেত্রী ও জয়িতা আনসার ভিডিপি বিপণন উদ্যোগের প্রধান উপদেষ্টা শিমুল আমিন এ বিপণনকেন্দ্র উদ্বোধন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক ফাতেমা সুলতানা, আনসার ভিডিপি লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদা ইসলাম ও বাহিনীর কর্মকর্তারা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি জয়িতা ফাউন্ডেশন থেকে রাপা প্লাজায় একটি বিপণনকেন্দ্রের বরাদ্দ পায়। এ বিপণনকেন্দ্রের মাধ্যমে বাহিনীর নারী উদ্যোক্তারা হস্ত ও কুটিরশিল্পে তৈরি গৃহসজ্জার ও পোশাকসামগ্রী বিপণনের সুযোগ লাভ পাবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ দেশের জনসম্পৃক্ত একটি বিশাল বাহিনী, যার মোট সদস্য প্রায় ৬১ লাখ। এর মধ্যে অর্ধেকই নারী। বাহিনীর প্রায় ৩০ লাখ নারী সদস্য দেশের প্রান্তিকে জনগোষ্ঠির অন্তর্ভুক্ত। তারা বিভিন্ন সময়ে এ বাহিনীর নানামুখী পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে নানা রকমের পোশাক ও গৃহসজ্জাসামগ্রী যেমন- সালোয়ার কামিজ, শিশুদের পোশাক, পাঞ্জাবি, নকশীকাঁথা, বিছানার চাদর তৈরি করে থাকেন।
জয়িতা আনসার ভিডিপি বিপণন কর্মসূচি পরিচালিত হবে আনসার ভিডিপি ঢাকা রেঞ্জের তত্ত্বাবধানে। এ উদ্যোগের মাধ্যমে বাহিনীর সদস্যরা জয়িতা ফাউন্ডেশনের নারীবান্ধব বিপণন কর্মসূচিতে যুক্ত হলো। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ প্রান্তিক নারী সমাজকে উপার্জনমুখী করে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে।
এএএইচ/জেআইএম