বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৪ মে ২০২৩
ছবি: সংগৃহীত

দেশের বাইরে যেতে হলে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এনডোর্সমেন্ট) নিতে হয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিদেশ ভ্রমণে পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার ফলে আগে খরচ করা ডলারের পরিমাণ ভ্রমণকারীকে অনলাইনে যাচাই করতে হবে এবং পরে পাসপোর্টে তা এনডোর্স করতে হবে।

এ ক্ষেত্রে পাসপোর্টের পাতায় আগের এনডোর্সমেন্ট যাচাই করতে হবে। যাচাই করতে হবে পাসপোর্টের বিপরীতে ভ্রমণকারীর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ, বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) এবং অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেম (ওএমসি এমএস)।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে ফেব্রুয়ারি থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ব্যক্তিপর্যায়ে ডলারের ব্যবহার কমিয়ে আনার সঙ্গে তদারকি বাড়ানো। মূলত ডলার সংকট কাটাতে এখন ব্যক্তিপর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পণ্য আমদানিতেও নানা কড়াকড়ি আরোপ করা হয়।

মূলত ভ্রমণের আগে পাসপোর্টের পাতা ও অনলাইনে তথ্য যাচাই করতে হবে। এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের বেশি বিদেশে ব্যয় করা যাবে না। নগদ ও কার্ডের মাধ্যমে ডলার খরচ করেন বিদেশ ভ্রমণকারীরা। কোনোভাবেই যেন বেধে দেওয়া সীমা অতিক্রম না করে এজন্যই কড়াকড়ি করে বাংলাদেশ ব্যাংক। কারণ দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করেছে।

আরও পড়ুন>> বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা

বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা জানান, এনডোর্সমেন্ট করার সময় আগের পাসপোর্ট অবশ্যই দেখা হয়। ওই পাসপোর্ট দেখেই সীমার মধ্যে এনডোর্সেমেন্ট করা হয়। কোনো ব্যক্তির ভারতে ভ্রমণে পাঁচ হাজার ডলার এনডোর্সমেন্ট করা হলে সেই তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করা হয়। ওই ব্যক্তি দুই হাজার ডলার খরচের পর বাকিটা ডলার ব্যাংকের কাছে বিক্রি করলে পরবর্তী সময়ে বাকিটা খরচ করতে পারেন। তবে দাম বেশি হওয়ায় বিদেশ থেকে এসে খোলাবাজারে ডলার বিক্রি করে দেন অনেকে।

মানি এক্সচেঞ্জগুলোও পাসপোর্ট এনডোর্সমেন্ট ও ডলার বিক্রি করে। দেশের মধ্যে প্রায় ২৩৫টি বৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে।

ডলার এনডোর্সমেন্টের বিষয়ে কথা হয় মহসিন নামের এক গণমাধ্যমকর্মীর সঙ্গে। তিনি দেশের বাইরে যাবেন। সে কারণে এনডোর্সমেন্ট করিয়েছেন একটি ব্যাংক থেকে। তিনি বলেন, ‘অনুমোদন নিয়ে কার্ডে বা নগদে ডলার খরচ করলে তার তথ্য যাচাই করা সম্ভব। হাতে হাতে সীমার বেশি ডলার নিলে তা যাচাইয়ের সুযোগ থাকে না। তবে কার্ডের মাধ্যমে ডলার নেওয়া ভালো, আপনি স্বচ্ছ থাকলেন।’

ইএআর/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।