নগদ ফাইন্যান্স পিএলসির লাইসেন্স ইস্যু করে প্রজ্ঞাপন
নগদ ফাইন্যান্স পিএলসির নামে লাইসেন্স ইস্যু করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনের ফলে নগদ ফাইন্যান্স পিএলসির সহযোগী কোম্পানি হিসেবে কাজ করবে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।
বুধবার (১৭ মে) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ প্রজ্ঞাপন দিয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।
আরও পড়ুন: নগদ মেগা ক্যাম্পেইনে পাঁচ হাজারের বেশি পুরস্কার বিতরণ
দীর্ঘদিন ধরে মোবাইলে আর্থিক (এমএফএস) সেবা দিলেও নগদের নামে লাইসেন্স ইস্যু করতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। গত বছরের ৩০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নগদ ফাইন্যান্সের নামে সম্মতিপত্র বা এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়। জুড়ে দেওয়া হয় বিভিন্ন শর্ত। এরপর গত ২ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যুর সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ৪(১) ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক নগদ ফাইন্যান্স পিএলসিকে অর্থায়ন ব্যবসা পরিচালনার জন্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স দিয়েছে।
ইএআর/বিএ/এএসএম