ন্যাপকিন ডায়াপারের দাম বাড়ছে না
নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কর অব্যাহতি সুবিধা আরও এক বছর বাড়ছে। ফলে চলতি বছর প্রয়োজনীয় পণ্যটির দাম বাড়ার সম্ভাবনা কম।
বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব করেন।
বাজেট বক্তব্যে তিনি বলেন, নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনে ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগামকর ব্যতীত) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০২৪ পর্যন্ত বর্ধিতকরণ প্রস্তাব করছি।
এছাড়া তিনি ম্যালেরিয়া ও যক্ষ্মা নিরোধক ওষুধের উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করেন।
এনএইচ/ইএ/এএসএম