সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত সভা
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা হয়।
সোনালী ব্যাংক পিএলসির নৈতিকতা কমিটির আহ্বায়ক ও সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইএআর/এএএইচ/এমএস