ইরাকি ট্রেড চেম্বারের সঙ্গে বিজিএমইএর প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২১ আগস্ট ২০২৩

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইরাকের নাজাফ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হায়দার আল-আথারির সঙ্গে দেখা করেছেন। রোববার (২০ আগস্ট) দেশটিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে কথা বলেন তারা।

বিজিএমইএর প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারীও। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাসির, বিজিএমইএর সাবেক পরিচালক নজরুল ইসলাম, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল ও পরিচালক মো. শওকত হোসেন এবং বনিকা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিশের খান।

এসময় তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের পোশাক শিল্পের কথা তুলে ধরেন। বিশেষ করে শিল্পের উৎপাদন সক্ষমতা, বিভিন্ন ক্যাটাগরীর পণ্যের অফার নিয়ে কথা বলেন। তিনি শিল্পের উল্লেখযোগ্য দিকগুলো, যার কারণে শিল্পটি বৈশ্বিক ক্রেতাদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে, সেগুলো তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও ইরাকের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক সংযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।

চেম্বারের সদস্যদের বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানি করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার জন্য ইরাকি ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান ফারুক হাসান।

ইরাক চেম্বারের চেয়ারম্যান হায়দার আল-আথারি চেম্বারের নানাবিধ সার্ভিস এবং ইরাকে বিনিয়োগের ক্ষেত্রে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বিজিএমইএ প্রতিনিধিদলকে, ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে পোশাক কারখানা স্থাপনের আহ্বানও জানান।

ইএআর/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।