ধানমন্ডির স্টার ওয়ার্ল্ড-সিডি গ্যালাক্সিকে ৬০ হাজার টাকা জরিমানা
সিএম লাইসেন্স ছাড়া আমদানি করা পণ্য বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির ৫ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ব্যবসাপ্রতিষ্ঠান দুটির নাম স্টার ওয়ার্ল্ড এবং সিডি গ্যালাক্সি। সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট, মধু, শ্যাম্পু, টয়লেট সোপ, লিপস্টিক, টুথপেস্ট বিক্রি এবং বাজারজাত করায় তাদের ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এনএইচ/জেডএইচ/এমএস