মোংলা বন্দরের আধুনিক কনটেইনার টার্মিনালে ব্যয় হবে ৪২৮২ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পে ৪ হাজার ২৮২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করবে সরকার। মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রকল্পটি জুলাই ২০২৩ হতে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়ন করবে বাগেরহাট জেলার মোংলা উপজেলায়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এ সময় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ ইমদাদউল্লা মিয়ান এবং আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকী, এ কে এম ফজলুল হকসহ অনেক।

প্রকল্পের উদ্দেশ্য: আধুনিক বন্দর সুবিধাসহ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড, কনটেইনার ইয়ার্ড (জেটির সংলগ্ন), বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং সুবিধা নির্মাণ করা হবে।

প্রধান কার্যক্রম: জেনারেল ওয়ার্কস (প্রশাসনিক ও অন্যান্য অস্থায়ী কাজ), ভূমি উন্নয়ন, পেভমেন্ট (আরসিসি ওয়ার্কস) মেরিন স্ট্রাকচার, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট নির্মাণ।

একনেক সভা জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি ও বন্দর ব্যবহারকারীদের আধুনিক বন্দর সুবিধাদি দেওয়া সম্ভব হবে। এছাড়া, প্রস্তাবিত বন্দর এলাকায় কনটেইনার এবং মালামালের সুষ্ঠু ও নিরাপদ উঠা-নামা নিশ্চিতকরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমওএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।