চাপ কমাতে আজ চট্টগ্রাম কাস্টম হাউস খোলা
শনিবার (১৭ আগস্ট) সরকারি ছুটির দিনও পুরোদমে খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৫ আগসস্ট) চট্টগ্রাম কাস্টম কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালীর সই করা এক অফিস আদেশে শনিবার অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে মধ্য জুলাই থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন ও চলমান কারফিউতে জমে যায় কাস্টমসের শুল্কায়ন সংক্রান্ত অনেক দাপ্তরিক কাজ। তাই আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার্থে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খোলা না রেখে শুধু কাস্টম হাউস খোলা রাখলে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে না। কারণ সব ধরনের শুল্ক ব্যাংকে জমা দিতে হয়। আর ডকুমেন্টেশানের কাজ হয় কাস্টম হাউসে। তাই শনিবার খোলা থাকলে কাস্টমসের শুল্কায়নের কিছু কাগজপত্রের কাজ এগিয়ে নেওয়া যাবে।
চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, শনিবার চট্টগ্রাম কাস্টমস হাউস খোলা থাকলেও ব্যাংক খোলা থাকবে কি না জানা যায়নি। ব্যাংক খোলা না থাকলে কাস্টমস হাউস খোলা রাখার বিশেষ কোন সুবিধা মিলবে না।
এএজেড/এমআইএইচএস/এএসএম