অভিযোগ শিক্ষার্থীদের
মিথ্যা অভিযোগ তুলে শিক্ষার্থীদের ‘ভিলেন’ বানাচ্ছে ইউআইইউ প্রশাসন

মিথ্যা অভিযোগ তুলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) প্রশাসন নির্যাতিত শিক্ষার্থীদেরই উল্টো ‘ভিলেন’ বানানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৩ দফা দাবিতে স্মারকলিপি দেওয়ার পর ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, আন্দোলন শুরুর পর আামদের নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কেউ। এটা ইউআইইউ কর্তৃপক্ষের পুরোনো গেম। এটা করছে মূলত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৩ দফা দাবি জানিয়ে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছেন জানিয়ে তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি না দিলে সব ধরনের একাডেমিক কার্যক্রম প্রত্যাখান করে কঠোর কর্মসূচি দেবে শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
ট্রাস্টি বোর্ডের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটিতে অনাস্থা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অনিয়ম তদন্তে যে কমিটি করা হয়েছে তা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ কমিটির মাধ্যমে তদন্ত শেষ করে শিক্ষাকার্যক্রম চালু করতে হবে। অন্যথায় আমরা কঠোর পদক্ষেপ নেবো।
এএএইচ/এমএইচআর/এমএস