চাকরির শর্ত লঙ্ঘন, কারিগরির ৫ ইনস্ট্রাক্টরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৪ মে ২০২৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত পাঁচজন ইনস্ট্রাক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৪ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে তাদের এ অব্যাহতি দেওয়া হয়। এতে সই করেন উপসচিব মো. নূরুল হাফিজ।

এতে বলা হয়েছে, অধিদপ্তরের আগের একটি চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত পাঁচ শিক্ষক আগের জারি করা নিয়োগ বিজ্ঞপ্তির একটি বিশেষ শর্ত অনিচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন। ওই শর্তে বলা ছিল, চাকরিতে ইস্তফা দেওয়ার আগে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারের প্রাপ্য অর্থ আদায় এবং বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের সবাইকে চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন, নাটোরের সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার) মো. রবিউল ইসলাম, কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) পদার্থ নিত্যানন্দ রায়, রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) ইংরেজি শিপন মিয়া, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের এবং বর্তমানে দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত ইনস্ট্রাক্টর (নন-টেক) মো. রুবেল পারভেজ এবং বাঞ্চারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) বাংলা মো. লোকমান হোসাইন।

এএএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।