নির্বাচন ‘আসন্ন’ জানিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের নির্দেশ
জাতীয় সংসদ নির্বাচন ‘আসন্ন’ জানিয়ে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ মে) মন্ত্রণালয়ের চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পৌঁছেছে। এর আগে গত ১৬ এপ্রিল নির্বাচন কমিশন শিক্ষা মন্ত্রণালয়কে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে চিঠি দেয়।
মাউশিতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের গত ১৬ এপ্রিলের চিঠির পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, একই ধরনের নির্দেশনা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে।
এএএইচ/এমকেআর/এমএস