এমপিওভুক্ত শিক্ষকদের পোস্টাল ব্যালটে নিবন্ধনে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ রেজিস্ট্রেশন করা যাবে।

রোববার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন
পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়ালো সাড়ে ৬ লাখ
পোস্টাল ভোটের নিবন্ধনে সময় বাড়লো

চিঠিতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারীদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করা লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি পাঠানো হলো। এ চিঠির মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হলো।

এএএইচ/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।