উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ অক্টোবরের বিএ-বিএসএস পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের বিএ ও বিএসএস পরীক্ষার ১০ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা আগামী শুক্রবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত ওই দিনের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

তবে এই পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলেও চিঠিতে জানানো হয়।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।