দিনাজপুর শিক্ষাবোর্ডে শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা কমেছে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে শতভাগ পাসের কলেজের সংখ্যা গত বছরের তুলনায় কমে অর্ধেকে নেমে এসেছে।
ফলাফল অনুয়ায়ী ৬০৯টি কলেজের মধ্যে এবার শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা ১১টি। যা ২০১৫ সালে ছিল ২২টি। এর আগে ২০১৪ সালে ১৭টি, ২০১৩ সালে ৮টি, ২০১২ সালে ১২টি, ২০১১ সালে ৬টি ও ২০১০ সালে ৫টি কলেজের শতভাগ ছাত্র-ছাত্রী পাস করে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সমস্যাগুলো চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর