দিনাজপুর শিক্ষাবোর্ডে এক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৮ আগস্ট ২০১৬

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এক বিষয়ে অকৃতকার্যের হার বেড়েছে। যা গত বছরের তুলনায় দশমিক ৬৪ শতাংশ বেশি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী গত বছরের তুলনায় এবার দশমিক ২১ শতাংশ পাসের হার বেড়েছে। তবে এক বিষয়ে অকৃতকার্যের হারও বেড়েছে। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৫.৮৫ শতাংশ। যা ২০১৫ সালে ছিল ১৫.২১ শতাংশ। সংখ্যায় ২০১৫ সালে ছিল ১৩ হাজার ৫৩৭ জন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৪৪ জনে। যা গতবারের তুলনায় ২ হাজার ৮০৭ জন বেশি।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সমস্যা গুলো চিহিৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমদাদুল হক মিলন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।