শিক্ষা ও পরীক্ষা ধ্বংসকারীরা দেশ ও জাতির শত্রু
শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস চালিয়ে যাওয়ার কথা বিবেচনায় না এনে যারা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে মাসের পর মাস শিক্ষা ও পরীক্ষা বিধ্বংসী কর্মসূচী পালন করেন তারা দেশ ও জাতির শত্রু, বললেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি সম্পূর্ণ সেশনজট মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে একটি ক্রাশ প্রোগ্রামের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন অগ্রসর হচ্ছে। আর ঠিক সেই অবস্থায় দেশের কতিপয় বিরোধী দলের দীর্ঘ প্রায় ৩ মাস ধরে হরতাল-অবরোধ ও পেট্রলবোমা নিক্ষেপ করে প্রাণহানির মত নৃশংস ঘটনা আমাদের সকল আয়োজন-উদ্যোগকে বিপর্যস্ত করে তুলেছে। দেখা দিচ্ছে সেশন জটের নতুন সম্ভাবনা।
তিনি সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৮৯তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিষ্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নূরুল ইসলাম নাজেম বক্তব্য রাখেন।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিষ্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন। হিসাববিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ভূগোল ও পরিবেশ বিষয়ে ৯৬ জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এমজেড/আরআই