ঢালাওভাবে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে জঙ্গি অভিযোগ ঠিক নয়
ঢালাওভাবে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে জঙ্গি অভিযোগ করা ঠিক হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ও তাদের সার্টিফিকেটের স্বীকৃতি দিতে চায় এবং স্বীকৃতি দিতে সরকার প্রস্তুত রয়েছে। সরকার বিগত ৬ বছরে ১ হাজার ১৩০টি নতুন মাদ্রাসা ভবন নির্মাণ করেছে এবং ৩৫টি মাদ্রাসার আধুনিকায়ন করেছে। কিন্তু বিএনপি-জামায়াত ইসলামের নামে সাধারণ ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করছে। অথচ তাদের সময়ে দেশে একটিও মাদ্রাসা ভবন নির্মাণ করেনি।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ শ্লোগান প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের শাসনামলে দেশ দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিল। এই হলো তাদের সৎ লোকের শাসনের অবস্থা। আর আল্লাহর আইন চায়-অথচ তারা বোমা মেরে মানুষ হত্যা করছে। আসলে তারা ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসা ধারার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে মূলধারার শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ধারায় প্রচলিত শিক্ষা কার্যক্রমের সাথে ইতোমধ্যে সাধারণ শিক্ষা ধারার বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়াদি অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ শিক্ষার ন্যায় মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল প্রশ্ন পদ্ধতির মাধ্যমে দাখিল পরীক্ষা গ্রহণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল বিষয় সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আওতায় আনা হবে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের প্রতিটি দাখিল মাদ্রাসায় বিজ্ঞান ও কম্পিউটার বিষয় এবং প্রতিটি আলিম মাদরাসায় বিজ্ঞান বিষয় খোলার ক্ষেত্রে শর্ত শিথিল করে অনুমতি প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি মাদরাসায় ৪টি বিষয়ে (আল কোরআন, হাদিস, আরবী সাহিত্য ও ইসলামের ইতিহাস) অনার্স কোর্স চালু করা হয়েছে। সাধারণ শিক্ষা ধারার ন্যায় মাদ্রাসা শিক্ষা ধারায় এবতেদায়ী পঞ্চম শ্রেণি সমাপনী ও দাখিল অষ্টম শ্রেনিতে দাখিল জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ২০১৩-২০১৪ অর্থবছর থেকে প্রাথমিক বৃত্তির অনুরূপ ইবতেদায়ী (পঞ্চম শ্রেণী) শিক্ষা সমাপনী পরীক্ষার মেধার ভিত্তিতে সরকারিভাবে বৃত্তি চালু করা হয়েছে। এছাড়া দেশের আলেম সমাজের ৯৯ বছরের দাবি অনুযায়ী মাদ্রাসা ধারায় উচ্চ শিক্ষার পথ সুগম করতে ‘ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। ইতোমধ্যে ভিসি নিয়োগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।
শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার্থীরা তথা স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে মাদ্রাসা শিক্ষকদের বেতনের বৈষম্য দূর করে ইতোমধ্যে মাদ্রাসার শিক্ষকদের বেতন কাঠামোয় সমতা আনা হয়েছে।
আরএস/পিআর