নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি ব্যবসায়ী আটক
নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ৪টি গরুসহ জিয়াবুল ইসলাম (২৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জিয়াবুল ইসলাম উপজেলার চকবিষ্ণপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, বুধবার রাতে ২৩১নং পিলার এলাকা দিয়ে জিয়াবুলসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী অবৈধভাবে গরু আনতে ভারতে যান। ভোর রাতে তারা গরু নিয়ে বাংলাদেশে আসার পথে ভারতের ৩ কিলোমিটারে অভ্যন্তরে মালদাহ জেলায় বিএসএফ ৩১ ব্যাটলিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে আসতে পারলেও জিয়াবুল বিএসএফ’র হাতে আটক হয়। জিয়াবুলকে আটকের পর ভারতের হবিবুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বর্ডার গার্ড ব্যাটালিয়ন-১৪ এর পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, ঘটনাটি জানতে পেরে দ্রুত বিএসএফ ৩১ ব্যাটলিয়নের জিয়াবুল ইসলামকে ফেরত নেয়ার জন্য যোগাযোগ করা হয়। ৪টি গরুসহ আটক করায় ভারতের মালদাহ জেলার হবিবুর থানায় তাকে হস্থান্তর করা হয়েছে। এ ব্যাপারে হবিবুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএস/আরআই