ভূমি অধিগ্রহণ বিল নিয়ে বিজিপিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৭ জুলাই ২০১৫

কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘সংসদে ভূমি অধিগ্রহণ বিল পাস হতে দেব না। শুক্রবার রাজস্থানের জয়পুরে দলীয় এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে তিনি বলেন, মোদিজির ৫৬ ইঞ্চি  বুকের ছাতি ৫.৬ ইঞ্চি হয়ে যাবে। এক ইঞ্চি জমিও দেয়া হবে না।
 
কংগ্রেসের এই নেতা বলেন, ‘ভূমি অধিগ্রহণ বিল পাস না হতে দেয়ার কথা দেশের মানুষের । ভারতের কৃষক, কংগ্রেস এবং আমাদের জনতা ৫৬ ইঞ্চি বুকের ছাতিকে ৫.৬ ইঞ্চি ছাতিতে পরিণত করে দেবে।
 
কয়েকদিন আগে মোদির নাম না করে কংগ্রেস মুখপাত্র মীম  আফজালও ৫৬ ইঞ্চি বুকের ছাতি নিয়ে কটাক্ষ করেছিলেন।

পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যারা ৫৬ ইঞ্চি বুকের ছাতি বলে ঘোষণা করে ক্ষমতায় এসেছিল, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।
    
রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘রাজস্থান সরকারের রিমোর্ট কন্ট্রোল লন্ডনে রয়েছে। রাজস্থানে বিজেপি সরকার বা বসুন্ধরার সরকার নেই, এখানে ললিত মোদির সরকার রয়েছে।’
 
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ বা আইপিএল-এর সাবেক চেয়ারম্যান তথা কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত পলাতক ললিত মোদি এখন লন্ডনে রয়েছেন। তাকে বিভিন্ন সময়ে রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সাহায্য করেছেন এমনকি তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি করা হয়েছে।
 
রাহুল গান্ধী দুর্নীতি বন্ধ প্রসঙ্গে মোদির  উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর স্লোগান ছিল- `নিজে খাব না, কাউকে খেতেও দেব না`। তাহলে এবার ললিত মোদিকে লন্ডন থেকে ফিরে আসতে বলুন।’
 
বিজেপি শাসিত যেসব রাজ্যে এরইমধ্যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তা নিয়ে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘ছত্তিশগড়ে ধান সরকার, মধ্যপ্রদেশে ‘ব্যাপম’ সরকার, মহারাষ্ট্রে মুণ্ডে সরকার এবং রাজস্থানে ললিত মোদি সরকার রয়েছে।
 
এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।