প্রধানমন্ত্রীর তহবিলে ৭ কোটি টাকা দিল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১০ জুন ২০২১

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাত কোটি টাকার চেক গ্রহণ করেন। এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী সংযুক্ত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন সংস্থা, দফতর ও বিশ্ববিদ্যালয় এই অনুদান প্রদান করে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

করোনা সহায়তা তহবিলে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই কোটি এবং হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে এক কোটি টাকা প্রদান করে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) করোনা সহায়তা তহবিলে এক কোটি এবং হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে এক কোটি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) করোনা সহায়তা তহবিলে পঞ্চাশ লাখ এবং হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে পঞ্চাশ লাখ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা, করোনা সহায়তা তহবিলে পঞ্চাশ লাখ ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে পঞ্চাশ লাখ টাকা প্রদান করে।

এমএইচএম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।