পাসের হারে মানবিক, জিপিএ-৫ এ এগিয়ে বিজ্ঞান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর পাসের হারে এগিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীরা।

এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি; পরীক্ষা হয়েছে শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেওয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

প্রকাশিত ফলে দেখা যায়, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে পাসের হারে এগিয়ে আছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগের মোট ৬ লাখ ৪২ হাজার ৩১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ২২ হাজার ৬৩১ জন। পাসের হার ৯৬ দশমিক ৯৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪১ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী।

পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগের ২ লাখ ৫১ হাজার ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয় ২ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। পাসের হার ৯৪ দশমিক ১৬ শতাংশ। তবে এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২০ হাজার ২৩০ শিক্ষার্থী।

আর ব্যবসায় শিক্ষা বিভাগে অংশগ্রহণ করেছে ২ লাখ ২২ হাজার ৩২৩ শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৭ হাজার ২১৭ জন। পাসের হার ৯৩ দশমিক ২১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৯১৯ শিক্ষার্থী।

এমএইচএম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।