ইউজিসির নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০১ নভেম্বর ২০২২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী পরিচালক বা সমমান কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ও বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ শুরু হয়।

ইউজিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং (আইএমসিটি) বিভাগ নতুন যোগদান করা ১৫ জন কর্মকর্তার জন্য ওরিয়েন্টেশন ও পাঁচদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম। এতে কমিশন সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের ও সচিব ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. দিল আফরোজা বেগম নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শ অনুসরণ করে উচ্চশিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, দাপ্তরিক কাজ করতে গিয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কমিশনের ইমেজ ক্ষুণ্ন হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। তিনি নব নিযুক্ত কর্মকর্তাদের ইউজিসির সুনাম বাড়াতে একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় যোগাযোগ দক্ষতা এবং ব্যবস্থাপনা দক্ষতা অর্জন করতে হবে। তিনি কর্মকর্তাদের টিম ওয়ার্ক নিশ্চিত করার মাধ্যমে দাপ্তরিক নিয়ম-কানুন অনুসরণপূর্বক নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অধ্যাপক আবু তাহের বলেন, নতুন কর্মকর্তাদের কঠোর পরিশ্রম, টিম ওয়ার্ক, নেটওয়ার্কিং ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। তিনি সেবকের মনোভাব নিয়ে কাজ করা, নেতৃত্বজ্ঞান অর্জন এবং দাপ্তরিক গোপনীয়তা বজায় রাখার ওপর জোর দেন।

ড. ফেরদৌস জামান নতুন কর্মকর্তাদের মেধা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ারর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম দস্তগীর ও নতুন যোগদান করা সহকারী পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম বক্তব্য রাখেন।

ইউজিসির প্রশিক্ষণ শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউজিসির বিভিন্ন বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএইচএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।