জাতীয় বিশ্ববিদ্যালয়

২২ জানুয়ারি শুরু আন্তকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী আন্তকলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেবেন সারাদেশের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন>> জাতীয় বিশ্ববিদ্যালয়ে মূল সনদ উত্তোলনের আবেদন অনলাইনে

এতে বলা হয়, প্রতিযোগিতায় অংশ নিতে কলেজে নাম রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি। উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে হবে ৬ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভাগীয় পর্যায়ে ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায় ৩ মার্চ।

আরও পড়ুন>> ৮ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৪ মার্চ। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সব শিক্ষার্থীকে নিজ নিজ কলেজে যোগাযোগের জন্য বলা হয়েছে। বিস্তারিত জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ভিজিট করতে হবে।

আরও পড়ুন>> জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইতিহাস বিষয়ে প্রশিক্ষণ

এমএইচএম/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।