মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এ পরীক্ষা ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে আজ সারাদেশে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। একই দিন মেডিকেল ভর্তি পরীক্ষারও তারিখ ঘোষণা করা হলো।

আরও পড়ুন: শিক্ষককন্যা ইভা ডেন্টাল পরীক্ষায় দেশসেরা

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১১ হাজার আসনের বিপরীতে অনলাইনে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী দু-একদিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তি বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যান্য বছরের মতো এবারও একই থাকবে ভর্তি প্রক্রিয়া। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে মোট আসন ছয় হাজার ৪৮৯টি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গত বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী মেডিকেল পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেন ৭৯ হাজার ৩৩৭ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।