ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড পেলেন ইশতিয়াক আবেদীন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন পেয়েছেন ওয়ার্ল্ড এডুকেশন অ্যাওয়ার্ড ২০২৩।
গত ২০-২১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ২৫তম ইলেটস ওয়ার্ল্ড এডুকেশন সামিটে ইশতিয়াক আবেদীনকে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সনদ।
‘আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু হায়ার এডুকেশন’ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছেন ইশতিয়াক আবেদীন। বাংলাদেশে তিনিই প্রথম এ ক্যাটাগরিতে এই পুরস্কার পেলেন।
আরও পড়ুন: দুবাইয়ে ‘প্রভাবশালী নারী’ অ্যাওয়ার্ড পেলেন আবিদা হোসেন
ওয়ার্ল্ড এডুকেশন সামিটের আয়োজক এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যতম প্রযুক্তি ও মিডিয়া গবেষণা সংস্থা ইলেটস টেকনোমিডিয়া।
ইশতিয়াক আবেদীন ২৮ বছর ধরে বাংলাদেশে গুণগত উচ্চশিক্ষার বিকাশ ও উন্নয়নে অবদান রেখে চলছেন।
এমএইচআর/এএসএম