এসএসসির প্রশ্নফাঁসের প্রলোভনে টাকা দাবি, আরও একজন গ্রেফতার
এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের গুজব ছড়ানো ও প্রশ্নপত্র দেওয়ার নামে টাকা দাবির অভিযোগে হিমেল মুস্তাকিম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১ মে) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে হিমেল মুস্তাকিমকে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টার। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক যুবক ফেসবুকে ‘এসএসসি ব্যাচ ২০২৩’ নামের এক গ্রুপে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি দাবি করেন, তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাওয়ার সময়কাল পরীক্ষার দিন ভোর চারটা থেকে ছয়টার মধ্যে’।
পরবর্তীতে হিমেল তার ‘প্রশ্ন/কোশ্চেন অল বোর্ড’ নামের ফেসবুক পেজে বেশ কিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। এরপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে প্রতি জনের কাছ থেকে এক হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে আসলে অভিযুক্তকে শনাক্ত করে আজ গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার বগুড়া জেলার ধুনট থানার মহিশুরা এলাকায় অভিযান চালিয়ে রবিন বাবু নামে আরেক যুবককে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার টেররিজম ইনভেস্টিগেশন টিম। রবিন সিরাজগঞ্জের কাজিপুরের মনসুর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এমএইচএম/কেএসআর/এএসএম