এসএসসির উত্তরপত্র বোর্ডে নিরাপদে পাঠাতে নির্দেশ

যেদিন এসএসসি পরীক্ষা হবে সেদিনই বিকেলের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড অধীন কেন্দ্রগুলোর উত্তরপত্র পাঠাতে বলা হয়েছে। কেন্দ্র সচিব বা পরীক্ষা কমিটির কোনো সদস্যের মাধ্যমে উত্তরপত্র সরাসরি বোর্ডে পাঠাতে হবে। যদি এটি সম্ভব না হয়, তবে বস্তায় সিলগালা করে পার্শ্ববর্তী থানায় রাখতে হবে উত্তরপত্র। পরে পুলিশি পাহারায় এগুলো পাঠাতে হবে। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
আরও পড়ুন: স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে
এতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র প্রতিদিন পরীক্ষা শেষে ওইদিনই ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে সদস্য সচিব নিজে অথবা প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে পুলিশি পাহারাসহ নিরাপদে পাঠানোর ব্যবস্থা করতে হবে। যদি এটি সম্ভব না হয় তবে সময় উল্লেখ করে রেলওয়ে পার্সেলে ওই দিনই পাঠানোর ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: মোখায় স্থগিত কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ মে
এটাও যদি সম্ভব না হয়, তাহলে প্রতিদিন পরীক্ষার শেষে সময় উল্লেখ করে উত্তরপত্র বস্তা, প্যাকেট বা বক্সে ভরে সিলগালা করে থানার মালাখানায় রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মালাখানা থেকে (সময় উল্লেখ করে) সিলগালা না ভেঙ্গে থানার সার্টিফিকেটসহ পুলিশি প্রহরায় নিরাপদে কেন্দ্র সচিব নিজে অথবা কোনো দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের (পরীক্ষা পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট) মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে হাতে হাতে জমা দিতে হবে। কোনো অবস্থাতে উত্তরপত্র ডাকযোগে বা অন্য কোনো ব্যবস্থায় পাঠানো যাবে না।
এরমধ্যে ১২ মে প্রথম ধাপের চালান পাঠানো হয়ে গেছে। এখন ১৯ মে দ্বিতীয় ও ২৯ মে তৃতীয় ধাপে পাঠাতে হবে।
এমএইচএম/জেডএইচ/এএসএম