স্বাভাবিক রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম


প্রকাশিত: ১১:০৯ এএম, ১৬ মার্চ ২০১৬

গভর্নরের পদত্যাগসহ দুই ডেপুটি গভর্নরের অব্যহতির মত বড় পরিবর্তন হলেও কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির মূখপাত্র শুভঙ্কর সাহা। বুধবার বিকেলে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শুভঙ্কর সাহা আরো বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকের কোনো কর্মকর্তা বা আমাদের কোনো দুর্বলতা থাকলে সেটা চলমান তদন্তে বেরিয়ে আসবে। সিআইডির কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকে আসছে, বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে।

তিনি বলেন, কোনো হাই পাওয়ার অ্যান্টি ভাইরাসের কমতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না সেটাও দেখা হবে। আমাদের সিস্টেম ও অন্যান্য ব্যাংকের সিস্টেমও পর্যালোচনা করছি। তা শিগগিরই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

বিভিন্ন তদন্ত দলের কার্যক্রমের সমন্বয়ের কথা উল্লেখ করে শুভঙ্কর বলেন, সরকারি তদন্ত কর্মকর্তারাও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয়ের সঙ্গে কাজ করছে।

তিনি জানান, দুইজন ডেপুটি গভর্নরের অব্যহতির কাগজ পেয়েছি। আশা করছি খুব শিগগিরই নতুন দু`জন ডেপুটি গভর্নর পাব আমরা।

এসআই/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।