নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাস ৮৭.৭৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

সারাদেশে একসঙ্গে শুরু হওয়া বাংলাদেশ নূরানী তালীমুল কুরআন বোর্ড (এনটিকিউবি) পরিচালিত তৃতীয় শ্রেণির ১৭তম সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৮৭ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী। আর সারাদেশে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে ১২ জন।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের নিজস্ব কার্যালয়ে শায়খুল কুরআন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন এনটিকিউবির কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, এবার সারাদেশের মোট ৭৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৪৫২ জন। আর ফেল করেছে ২ হাজার ২৬৬ শিক্ষার্থী।

পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে ১২ জন। এর মধ্যে মেধা তালিকায় প্রথম হয়েছে ঢাকার রওজাতুল কুরআন মাদরাসার মোছা. মিম আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছে খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসার হাবিবা ইরহা এবং তৃতীয় স্থান অধিকার করেছে বাকি ১০ জন। তাদের প্রাপ্ত নম্বর সমান।

তারা হলো ফেনীর জামিয়া রশীদিয়া দক্ষিণ শাখার সাইফুল ইসলাম, নোয়াখালীর হজরত ওমর ফারুক (রা.) মাদরাসার হাবিবুর রহমান, ঢাকার জামিয়া কুরআনিয়া নূরানী বালক-বালিকা মাদরাসার সুলতানা পারভীন, ফেনী আলীয়া (অনার্স) কামিল মাদরাসা নূরানী বিভাগের মো. শাবাজ, ফেনীর দারুল উলুম হস্তিমৃতা মাদরাসার মো.আরাফাত হোসেন মজুমদার, চট্টগ্রামের নিজামপুর মারকাযুল কুরআন মাদরাসার তাহসিন আহমেদ, ঢাকার মাদরাসা উলুমুল কুরআন আল মাদানীয়ার আহনাফ আহসান রাফাত, ফেনীর মুন্সিরহাট মদিনাতুল উলুম মাদরাসার মো. ইমরান হোসেন, খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসার ফারিহা জাবিন ইরা, ঢাকার রওজাতুল কুরআন মাদরাসার মো. নাছিম মিয়া।

পরীক্ষা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন বলেন, তরুণ আলেমরা এগিয়ে এলে শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত নূরানী তালীমুল কুরআন বোর্ড সব রকমের সহযোগিতা করবে। দেশব্যাপী নূরানী মাদরাসা ও ইসলামিক স্কুল পরিচালনার মাধ্যমে জাতিকে সুসন্তান উপহার দেওয়ার কাজটি নূরানী বোর্ড করে যাচ্ছে। আগামী দিনেও আমাদের এ ধারা চালু থাকবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, বোর্ডের রীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক, যুগ্ম-মহাসচিব নুর আহমদ আল ফারুক প্রমুখ।

এএএইচ/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।