ঢাকা গোল্ডেন কলেজে এসইউবি’র কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ মে ২০১৬

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহী, আগ্রহী এবং ইংরেজিতে দক্ষ করে তুলতে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুর ১২টায় রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গোল্ডেন কলেজে সাধারণ জ্ঞান ও সমসাময়িক বিষয়সমূহের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় সেখানে ১০৪ জন শিক্ষার্থী লিখিতভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরমধ্যে ৬১ জন এইচএসসি পরীক্ষার্থী।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. সেলিম রেজাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এর প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

State-University

এ ব্যাপারে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ফুয়াদ জাগো নিউজকে জানান, ২৯ মে চূড়ান্ত বিজয়ীদের মাঝে কলেজ ক্যাম্পাসে পুরস্কার বিতরণ করা হবে।

তিনি জানান, এর আগে মোহাম্মদপুরের পাইওনিয়ার কলেজ ও আদাবরের কুইন্স কলেজে একই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ তিনটি প্রতিষ্ঠান নিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মূল ক্যাম্পাসে গ্রান্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজ২৪.কম।

এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।