ঢাবিতে ভর্তিপরীক্ষার পরের আমেজ

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, কলা ও সামাজিকবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। গতকাল (২৫ জানুয়ারি) শনিবার পরীক্ষা শেষে বাইরে অপেক্ষমাণ স্বজনদের কাছে ছুটে আসেন তারা। পরীক্ষার অভিজ্ঞতা বিনিময় করেন পরস্পরের সঙ্গে। ১০ আলোকচিত্রে দেখুন ঢাবি কলা ভবন ও এর আশপাশের দৃশ্য। ছবি তুলেছেন অধরা মাধুরী।

পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে চিন্তিত মুখে প্রশ্নপত্র দেখাচ্ছেন এক পরীক্ষার্থী।পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে চিন্তিত মুখে প্রশ্নপত্র দেখাচ্ছেন এক পরীক্ষার্থী।

কলাভবনের মূল ফটকে পরীক্ষা শেষে শিক্ষার্থীর স্রোত।
কলাভবনের মূল ফটকে পরীক্ষা শেষে শিক্ষার্থীর স্রোত।

হাসিমুখে নিজের পরীক্ষার অভিজ্ঞতা ভাগাভাগি করছেন এক পরীক্ষার্থী
হাসিমুখে নিজের পরীক্ষার অভিজ্ঞতা ভাগাভাগি করছেন এক পরীক্ষার্থী

কন্যাকে নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন একজন অভিভাবক।
কন্যাকে নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন একজন অভিভাবক।

সড়কের নিরাপত্তা ও সকলের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন স্বেচ্ছাসেবকরা।
সড়কের নিরাপত্তা ও সকলের সহযোগিতায় এগিয়ে এসেছিলেন স্বেচ্ছাসেবকরা।

রিকশায় বাড়ি ফেরার পথে চিন্তিত বাবাকে পশ্নপত্র দেখাচ্ছেনে একজন পরীক্ষার্থী।
রিকশায় বাড়ি ফেরার পথে চিন্তিত বাবাকে প্রশ্নপত্র দেখাচ্ছেন একজন পরীক্ষার্থী।

ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ক্যাম্পাসে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকার বাইরে থেকে আসা অনেক পরীক্ষার্থী সেদিনই বাড়ি ফিরেছেন পরীক্ষা শেষে
ঢাকার বাইরে থেকে আসা অনেক পরীক্ষার্থী সেদিনই বাড়ি ফিরেছেন পরীক্ষা শেষে।

পরীক্ষা শেষে কলাভবনের মূল ফটক দিয়ে রাস্তায় নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক লাল বাস।
পরীক্ষা শেষে কলাভবনের মূল ফটক দিয়ে রাস্তায় নামছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইকনিক লাল বাস।

শিক্ষকদের উপস্থিতি ও পুলিশি নিরাপত্তায় পরীক্ষার উত্তরপত্র ও প্রশ্নপত্রের বাক্স ডিন অফিসে পৌঁছায়।
শিক্ষকদের উপস্থিতি ও পুলিশি নিরাপত্তায় পরীক্ষার উত্তরপত্র ও প্রশ্নপত্রের বাক্স ডিন অফিসে পৌঁছায়।

এএমপি/আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।