‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন

জুলাই আন্দোলনের অগ্নিকন্যা সনজিদা আনোয়ার চৌধুরী বলেছেন, ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা’ শুধুমাত্র একটি বইয়ের নাম নয়। এটি ইতিহাস। এটি আন্দোলনকালীন একটি স্মারকগ্রন্থ। সেই ভয়াল সময়ের কথা যখন মনে পড়ে; এখনো চোখে পানি চলে আসে। আন্দোলনের ভূমিকা রাখার কারণে আমার মা-বাবাকে হুমকি দেওয়া হতো। তারা বলতেন, তুমি যেখানে গেছো আল্লাহ তোমাকে সেখানে নিয়ে গেছেন। বিজয় নিয়েই তোমাকে ঘরে ফিরতে হবে।'
সনজিদা বলেন, 'আমরা যখন পুলিশ হেফাজতে ছিলাম তখন তারা বলত, ‘ওদের মারো কিন্তু মেরে ফেল না। তখনই বুঝতে পেরেছিলাম ওরা আমাদের ভয় পেয়েছে। আমরা নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পেরেছিলাম। শেখ হাসিনাকে নিয়ে আমি কিছু বলব না। তাকে গোটা বিশ্ব খোলা বইয়ের মতো পড়ে ফেলেছে। শেখ হাসিনার বিচার দেখার অপেক্ষায় আছি। তাকে দেশে আসতে হবে। আবু সাঈদ, মুগ্ধর রক্তের হিসেব দিতে তাকে আসতে হবে।'
তিনি বলেন, 'আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। এখনো আমাদের হুমকি দেওয়া হয়। আমাদের পাশে থেকে আমাদের নিরাপত্তা দিন।'
সনজিদা চৌধুরী শুক্রবার সকালে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি লেখক ও সাংবাদিক আবদুর রহমান মল্লিক বলেন, ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা' বইটি ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামী চেতনার অনন্য দলিল। জুলাই আন্দোলনের ফলে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। সনজিদা চৌধুরীর মতো অগ্নিকন্যা ও বীর যোদ্ধাদের সাহসী ভূমিকার কারণে সেটা সম্ভব হয়েছে। দেশের এই ক্রান্তিকালে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা' বইটি রাষ্ট্রভাবনা ও নাগরিকবোধ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখবে।'
সনজিদা চৌধুরীর পিতা ও ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা’ বইয়ের লেখক নজমূল হক চৌধুরী বলেন, 'জুলাই-আগস্টে যে ভয়ংকর আন্দোলন হয়েছিল; সে আন্দোলনে ছাত্রছাত্রীরা সাগর পরিমাণ রক্ত বিসর্জন দিয়ে নতুন গণঅভ্যুত্থান ঘটিয়েছিল। সেই প্রেক্ষাপটে রচিত হয়েছে ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা' বইটি। এটি জুলাই আন্দোলনের অগ্নিকন্যা সনজিদা আনোয়ার চৌধুরীর বক্তব্য। আমার সন্তানেরা সেদিন অপরিসীম যৌবন শক্তির প্রকাশ ঘটিয়েছিল। আন্দোলনে সনজিদা বলেছিল শেখ হাসিনা দেশটাকে বাপ-দাদার সম্পত্তি বানিয়েছিল।'
অনুষ্ঠানে ‘পেছনে পুলিশ সামনে স্বাধীনতা’ বইয়ের প্রকাশক সুজন বিশ্বাসসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এসইউ/জেআইএম