সেই বই’তে মিলছে হুমায়ূনের সব বই


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। সহজ-সরল ও সাবলীল লেখনী পাঠকদের কাছে তাকে করেছে জনপ্রিয়। মৃত্যুর প্রায় সাড়ে চার বছর পরও পাঠকদের কাছে হুমায়ূন কতখানি প্রিয় তা বলে বোঝানো মুশকিল। মৃত্যুর এতদিন পর মনে হচ্ছে পাঠকদের কাছে জীবিত হুমায়ূন আহমেদ থেকে মৃত হুমায়ূনের আবেদন কোনো অংশে কম নয়।

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলায় ভক্তরা আজও খুঁজে বেরান হুমায়ূনকে। নতুন পাঠকদের কাছেও হুমায়ূন একটি ভালোবাসার নাম। বইমেলায় এসে আজও তারা খুঁজে হুমায়ূনের সৃষ্টিশীল অগণিত লেখা।

ভক্তদের এমন আগ্রহের কথা মাথায় রেখে এবার হুমায়ূনের সব বই পিডিএফ ভার্সনে নিয়ে এসেছে ‘সেই বই’। সেই বইতে পাওয়া যাবে তার সব লেখনী। মঙ্গলবার বিকেলে বইমেলার সেই বইয়ের স্টলে অনলাইনে বইয়ের পিডিএফ ভার্সনের উদ্বোধন করেন হুমায়ূনের স্ত্রী শাওন ও দুই পুত্র।

এ সময় উপস্থিত ছিলেন অমর একুশে বইমেলা উদযাপন কমিটির সদস্য-সচিব জালাল আহমদ, সেই বইয়ের চেয়ারম্যান ইতিমাদ উদ্দৌলা, ম্যানেজিং ডিরেক্টর নাবিন উদ্দৌলনা প্রমুখ।

এএসএস/এমএইচ/এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।